Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। জনসম্মুখে নগ্ন 9হওয়ায় অনেকবারই বিতর্কিত হয়েছেন এ গায়িকা। এবার এ তারকাকে দেখা যাবে নগ্ন হয়ে স্টেজে পারফর্ম করতে। গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ‘ফ্লেমিং লিপস’ ব্যান্ড দলের প্রধান গায়ক এবং মাইলির বহুদিনের সহযোগী ওয়েন কয়েন। নিজের ইন্সটাগ্রামে ফ্লেমিং লিপস দলের সকল সদস্যের এবং মাইলির প্রায় নগ্ন ছবি পোস্ট করে বিষয়টি জানান কয়েন। ছবির পাশাপাশি ওয়েন কয়েন লেখেন, মাইলি পরিকল্পনা করছেন একটি শো করবেন। যেখানে সে (মাইলি) আমাদের ব্যান্ড দল এবং শ্রোতারা সকলেই নগ্ন থাকবেন। ৫৪ বছর বয়সি ওয়েন কয়েন আরো জানান, শোটি মাইলির ‘মিলকি মিলকি মিল্ক’ গানের মিউজিক ভিডিও তৈরির জন্য আয়োজন করা হবে। এ বিষয়ে মাইলি সাইরাস এখনো কোনো বক্তব্য দেননি। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তার কোনো পোস্ট দেখা যায়নি। তবে গত ৩ অক্টোবর ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের উপস্থাপনা শেষে মাইলি জানিয়েছিলেন তার দল ‘মাইলি অ্যান্ড হার ডেড পেটজ’ খুব শিগগিরিই ট্যুরে বের হবেন।