Sun. Sep 21st, 2025
Advertisements

61খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ : রিয়াল মাদ্রিদ, স্পেন ও পোর্তো মিলে প্রায় সাতশ’ ম্যাচে গোলবারের নিচে দাঁড়িয়েছেন ইকের কাসিয়াস। বিশ্বের অনেক স্ট্রাইকারকে সামলাতে হয়েছে তাকে। তবে সবার মধ্যে লিওনেল মেসিকে সামলানোই সবচেয়ে কঠিন বলে জানিয়েছেন রিয়ালের সাবেক গোলরক্ষক।
উয়েফার ফেইসবুক পেইজে প্রশ্নোত্তর পর্বে কাসিয়াসকে প্রশ্ন করা হয়েছিল, “আপনি যাদের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে কঠিন স্ট্রাইকার কে?”
এর উত্তরে পোর্তোর গোলরক্ষকের উত্তর ছিল এরকম, “মেসি, সবসময়ই মেসি। আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি।”
কাসিয়াসকে কথা বলতে হয় তার রিয়াল মাদ্রিদ ও স্পেনের ক্যারিয়ারের নানা বিষয় নিয়েও। ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে রিয়ালের নবম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা উল্লেখ করেন তিনি।
২০১০ বিশ্বকাপ ফাইনালে আরিয়েন রবেনের প্রচেষ্টা ফিরিয়ে দেওয়াকে ক্যারিয়ারের সেরা সেভের একটি বলে জানান বর্তমানে কাসিয়াস। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জিনেদিন জিদানকে সেরা সতীর্থ বলে উল্লেখ করেন তিনি।