খো
লা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫।।মানিকগঞ্জের পর এবার মাগুরায়ও বাম মোর্চার রামপাল অভিমুখী রোডমার্চে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে রোডমার্চে অংশ নেওয়া অন্তত ১০ জন আহত হয়েছেন।

সুন্দরবন রক্ষার দাবিতে শনিবার সকালে মাগুরা থেকে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শুরু হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।
এ সময় বাম মোর্চার নেতা সাইফুল হকসহ অন্তত ১০ জন আহত হন।
এর আগে শুক্রবার রোডমার্চ মানিকগঞ্জে পৌঁছে সমাবেশ করার সময় বাধা দিলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করলে বাম মোর্চার নেতৃবৃন্দসহ প্রায় ১৫ জন আহত হন।
পুলিশের বাধা সত্ত্বেও পরে রোডমার্চ আবারো যাত্রা শুরু করে।
প্রসঙ্গত, বাগেরহাটের রামপাল উপজেলার সুন্দরবন সংলগ্ন স্থানে কয়লা ভিত্তিক ভারত-বাংলাদেশ যৌথ বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। এটি স্থাপিত হলে সুন্দরবন ধংসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনকি জাতিসংঘও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।