Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: রোবটের আধুনিকায়নে স্পর্শকাতর কৃত্রিম ত্বকের বিকল্প 18নেই। তবে নিও পলিমারের এমন ত্বক উদ্ভাবনে গবেষণারও কমতি নেই। সাম্প্রতিক সময় এ ধরনের কৃত্রিম ত্বক সৃষ্টিতে বেশ অগ্রগতি হয়েছে। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক। কেননা বিশ্ববিদ্যালয়ের মাল্টিস্কেল বায়োমেট্রিক সিস্টেম ল্যাবরেটরির কৃত্রিম ত্বক উদ্ভাবক গবেষকরা দাবি করেছেন, তাদের উদ্ভাবিত স্পর্শকাতর এ ত্বক অপেক্ষাকৃত সাশ্রয়ী। ফলে ব্যবহার উপযোগিতার দিক থেকে উদ্ভাবনটি যুগান্তকারী। এই ত্বকে এক ফোটা পানি পড়লেও সে অনুভূতি বোঝা যাবে। অতি আণুবীক্ষণিক দুই পরতের পলিউরেথিন অ্যাক্রিলেট থেকে এই কৃত্রিম ত্বক তৈরি। উভয় পরতের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলাচল করতে সক্ষম। এই ত্বকের ভেতরের পৃষ্ঠ পলিডাইমিথাইলসিলক্সেন [পিডিএমএস] নামের সিলিকন পলিমার রয়েছে। ১০০ ন্যানোমিটার ব্যাসের [যেখানে চুলের ব্যাস ৬০ হাজার ন্যানোমিটার] অসংখ্য ন্যানোফাইবারের সম্মিলনে গড়ে উঠছে অনুভূতিসম্পন্ন এই ত্বক। মূলত কৃত্রিম এই ত্বকে স্পর্শ করলে বিদ্যুৎ তরঙ্গের আকারে সংকেত প্রেরণ করবে। আর এ থেকে রোবট সহজেই প্রতিক্রিয়া দেখাতে পারবে। রোবট গবেষণায় কৃত্রিম ত্বকের এ উদ্ভাবনটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন গবেষকরা। বিবিসি