খোলা বাজার২৪, শনিবার , ১৭ অক্টোবর ২০১৫: মঙ্গলে পাওয়া গেছে বুদ্ধ মূর্তি। অবাক করার মত কথা। জন মানবহীন মঙ্গলে বুদ্ধ মূর্তি আসবে কোথা থেকে? কিন্তু আপনার ধারণা ভুল। সম্প্রতি নাসার নভোযান রোভার কিউরিসিটি মঙ্গলের যে ছবি পাঠিয়েছে তাতে বুদ্ধ মূর্তির ছবি পাওয়া গেছে। ইউএফও সাইটিং নামের একটি দৈনিক এ খবর প্রকাশ করেছে। দৈনিকটির দাবি মঙ্গলে বুদ্ধিমান প্রাণী রয়েছে। তারা এ পৃথিবীর মানুষের ধর্ম সম্পর্কে জানে। তাই তারা মৃত্যুর পর মানুষের জীবনে বিশ্বাসী। এ কারণে তারা মঙ্গলে বুদ্ধ মূর্তি তৈরি করেছে। প্রসঙ্গত, এর আগে মঙ্গলে ওবামার মাথা, চামচ, ভিনগ্রহের নভোযানের কথা বলা হয়েছিল।