Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : সাম্প্রতিক সময়ে ভারতে রাজধানী নয়াদিল্লিসহ বেশ 19কয়েকটি রাজ্যে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এমনকি বলিউডেও এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এবার আবারও এ ধরনের ঘটনার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক বলিউড অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক টেলিভিশন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা বিশাল ঠক্করের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে ওই অভিনেত্রী মুম্বাইয়ের চারকপ পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিনেতা বিশাল ঠক্করকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই টেলিভিশন অভিনেত্রীকে বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করে বিশাল। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ, ৪২০ ধারায় প্রতারণা, ৩২৩, ৫০৯ ধারায় মহিলাদের অমর্যাদা এবং ৫০৬ ধারায় অপরাধমূলক কাজের জন্য মামলা করা হয়েছে। বিশাল ঠক্কর টেলিভিশনে বেশ কিছু সিরিয়ালসহ বলিউডে ট্যাঙ্গো চার্লি, চাঁদনি বার সিনেমার অভিনেতা হিসেবে পরিচিত।