খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ২ ওয়ানডে এবং আসন্ন ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ২ টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিরিজে হরভজন সিংয়ের জায়গায় টেস্ট দলে ঢুকেছেন বাঁহাতি অলরাউন্ডার জাদেজা। তবে, শেষ দুই ওয়ানডে ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। সিরিজের শেষ দুই ওয়ানডের জন্য ফাস্ট বোলার উমেশ যাদবের স্থলাভিষিক্ত হয়েছেন আরেক পেসার শ্রীনাথ অরবিন্দ। সাদা পোশাকের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আক্সার প্যাটেল, হরভজন সিং, অমিত মিশ্র, মোহিত শর্মা, ভুবনেশ্বর কুমার, এস অরবিন্দ, স্টুয়ার্ট বিনি, আম্বাতি রাইডু , গুরকিরাত মান। ভারতের টেস্ট দল (প্রথম দুই টেস্ট): বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, কেএল রাহুল, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।