খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : কমিটি নিয়ে সংঘর্ষের পর সিলেট জেলা শাখার দুই নেতা ও এক কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। বহিষ্কৃতদের মধ্যে এইচএম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী সিলেট জেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিঠু তালুকদার সক্রিয় কর্মী। মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হল এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ২৭ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাতে হবে। রোববার রাতে সিলেট মহানগরীতে কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিন জন আহত হন। ওইদিন শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা একটি রেস্তোরাঁয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানের ওপর হামলা চালায়। পরে রায়হানের অনুসারীরা এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।