Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : আপনি চাইলে এখন থেকে প্রতিদিনই ঘূর্ণায়মান অপূর্ব 37পৃথিবীর ডজনখানেক নতুন ছবি দেখে নিতে পারবেন। এজন্য সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট চালু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাইটটির ঠিকানা: যঃঃঢ়://বঢ়রপ.মংভপ.হধংধ.মড়া। নাসার আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরার (ইপিআইসি) সাহায্যে ১২ থেকে ৩৬ ঘণ্টা আগে তোলা ডজন খানেক ছবি দিনে একবার করে নতুন এই সাইটটিতে পোস্ট করা হবে। ইপিআইসি-তে তোলা ছবিগুলি পরপর পোস্ট করা হবে। যা থেকে স্পষ্ট বোঝা যাবে পৃথিবী ঘুরছে। এভাবে একটি দিনের পৃথিবীর ছবি দেখা যাবে। নাসা জানিয়েছে, পৃথিবী থেকে মিলিয়ন মাইল দূরে অবস্থিত ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) থেকে ইপিআইসির সাহায্যে পৃথিবীর ছবি তুলে প্রতিদিন সাইটটিতে পোস্ট করা হচ্ছে। ওয়েবসাইটটি রয়েছে একটি আর্কাইভও। তারিখ ও মহাদেশের ভিত্তিতে সার্চ করলে আগেকার ছবি খুঁজে পাওয়া যাবে।