Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : আগামী শুক্রবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল 38ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট। গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজন করছে গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ)। ধানমন্ডির সোবহানবাগের প্রিন্স প্লাজায় ডেভফেস্ট শুরু হবে সকাল নয়টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিআইইউ এর চেয়াম্যান সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালামসহ বিশিষ্টজনেরা। ডেভফেস্টে দুটি প্রধান সেশন থাকবে। ‘বাংলা কম্পিউটিং’ শিরোনামে একটি সেশন শুরু হবে বেলা ১১টা থেকে। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা করবেন আনন্দ মাল্টিমিডিয়ার মোস্তাফা জব্বার, ডিআইইউ এর কম্পিটার বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ডেভফেস্ট আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মুহাম্মদ আনুয়ারুস সালাম, এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশরাফ আবীর। বিকেল ৪টায় শুরু হবে ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার। এতে আলেঅচনা করবেন সফল তারুণ্যের প্রতিনিধিরা। এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসিসের সভাপিত শামীম আহসান। আলোচনা করবেন বাংলাশে ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অব ইন্টারনাল কমিউনিকেশন্স খায়রুল বাশার ও গিকি সোশ্যালের সহ–প্রতিষ্ঠাতা । ডেভফেস্ট সম্পর্কে আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতার হোসাইন জানান, দিনভর ডেভফেস্টে মূল আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হবে বেশ কিছু টেকনিক্যাল সেশন। কোডল্যাবে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভেলপার প্রাথমিক ধারণা, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং ও প্রমোশন ইত্যাদি। এছাড়া হবে ডিজাইন স্প্রিন্ট, অ্যান্ডয়েড চালিত রোবট প্রদর্শনী, গুগল ম্যাপ ও গুগল ট্রান্সলেশনে অবদান ইত্যাদি বিষয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করবেন মিনার। গুগল ডেভফেস্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে িি.িমফমনধহমষধ.পড়স ওয়েবসাইটে। অংশগ্রহণে ইচ্ছুকদের এই সাইটে নিবন্ধন করতে বলা হয়েছে।