Fri. Jul 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান 60বলেছেন, ‘নির্বাচন থেকে বিএনপি নেতাদের বাইরে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। কিন্তু নির্বাচনে জেতার জন্য বড় নেতার প্রয়োজন হয় না।’ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল এটি আয়োজন করে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাদেক হোসেন খোকাকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। প্রসঙ্গত, মঙ্গলবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের (দুর্নীতি দমন কমিশন) করা মামলায় বিশেষ জজ আদালত-৩ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড এবং ১১ লাখ টাকা জরিমানা করা হয়। নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। এমন কি জুলুম পড়েছে যে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে সাজা দেওয়া হলো? বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা জনগণের ভোটে নির্বাচিত নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। কিন্ত তারা (আওয়ামী লীগ) নির্বাচনে প্রতিযোগিতায় ভয় পায়। সরকার ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বীদের বাইরে রেখে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চাইবে। জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। এ সরকার ধর্মের নামে অধর্ম আর গণতন্ত্রের নামে অগণতন্ত্রের চর্চা করছে।’ সম্প্রতি দুই বিদেশী হত্যায় বিএনপি নেতাদের জড়িয়ে বক্তব্য দেওয়ার নিন্দা জানিয়ে নজরুল ইসলাম বলেন, বিএনপি সবসময় এ ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনো তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ঢাকা মহানগরের সদস্য সচিবসহ অনেককে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা ঠিক নয়। সরকার বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে— এমন অভিযোগ করে তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে ক্ষমতাসীনদের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন। এ সময় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবে যোগ দেন তিনি। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।