খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : সময় মাত্র আট ঘণ্টা। তাতেই ২ লাখ ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেল রিও অলিম্পিকের। আগামী বছর রিও-তে অলিম্পিকের আসর বসবে। ইতোমধ্যে অলিম্পিকের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তাই আট ঘণ্টার মধ্যেই ২ লাখের ওপর টিকিট বিক্রি হয়ে গেল। টিকিটের এই চাহিদা দেখার পরে রিও’র আয়োজকদের মুখে চওড়া হাসি খেলে গিয়েছে। জানা গেছে, প্রথম ঘণ্টাতেই এক লাখ বিশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ফুটবল, বাস্কেটবল ও ভলিবলের জন্যই সবচেয়ে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২ লাখ ৪০ হাজার টিকিটের মধ্যে এক লাখ বিশ হাজার টিকিট বিক্রি হয়েছে ফুটবল, বাস্কেটবল ও ভলিবলের জন্যই।