Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : প্রথমবারের মতো বাংলাদেশে ইকো সেন্টার চালু করেছে 80ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। টেলিকম নেটওয়ার্ক ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমিয়ে দক্ষ ব্যবস্থাপনায় মানসম্পন্ন গ্রাহক সেবা দিতে ইকো সেন্টারটি সহায়তা করবে। টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশানের প্রধান কার্যালয়ে ২০ অক্টোবর ইকো সেন্টারটির উদ্বোধন করেন ইডটকো গ্রুপের চিফ মার্কেটিং এ্যান্ড করপোরেট এ্যাফেয়ার্স অফিসার ও’য়ান জয়নাল আদেলিন। এ সময় তার সঙ্গে ছিলেন ইডটকোর ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা। ইকো সেন্টারের উদ্বোধন করার আগে ওয়ান জয়নাল বলেন, ‘ইডটকো গ্রুপ মালয়েশিয়ার বাইরে প্রথম ইকো সেন্টারটি বাংলাদেশে স্থাপন করতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মালয়েশিয়ার পর এই প্রথম ইডটকো এ ধরনের একটি অনন্য সলিউশন বাংলাদেশের পরোক্ষ অবকাঠামো বাজারের গ্রাহকদের জন্য চালু করতে পেরেছে; যা আমাদের ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারই অংশ। আমরা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে টেকসই সংযোগের জন্য উদ্ভাবনী সমাধানের মাধ্যমে মানুষের জীবনমানে এমন একটি ইতিবাচক প্রভাব রাখতে চাই; যা পরিবেশের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যত সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হযেছে, ইকো সেন্টারের মাধ্যমে গ্রাহক যেকোনো স্থান থেকে তার পরোক্ষ অবাকাঠামোর তথ্য পাওয়া এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান করতে পারবে। ইকো সেন্টার মোবাইলফোন টাওয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, তথ্য প্রদান, সংকেত দেওয়াসহ পরোক্ষ অবকাঠামো সেবার সমস্যা ও সমাধানের তথ্য দেবে। এটি ওয়েব সাইটের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, জ্বালানি ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সিস্টেম এবং পরিবেশগত নানা তথ্য পর্যালোচনা করে রিপোর্টও করবে। এটি এসএমএস বা ইমেইলের মাধ্যমে নেটওয়ার্ক অপারেশনস সেন্টারের সঙ্গে সরাসরি পরোক্ষ যোগাযোগ রক্ষা করবে। ইকো সেন্টারটি টাওয়ার সাইটে গিয়ে এবং নিয়মিত পাহারায় থেকে নজর রাখার ওপর নির্ভরতাও কমাবে। পুরো প্রক্রিয়াটি পরিচালন ব্যয় কমানো, পরিবেশ সুরক্ষা এবং সম্পদের অপচয় রোধ করে একটি টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আজিয়াটা বারহাদ গ্রুপের একক মালিকানাধীন টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী সাবসিডিয়ারি কোম্পানি ইডটকো।