খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের এক পুরুষের সাথে পার্শ্ববর্তী সদরপাড়া গ্রামের অপর এক পুরুষের সাথে গোপনে বিয়ে করার অভিযোগ উঠেছে। অসম এ বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিয়ের কথিত বর বর্তমানে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ারও অভিযোগ উঠেছে। ইসলামের রীতি-নীতি অনুসরণে বাঙালী সমাজ ব্যবস্থাপনায় পুরুষের সাথে নারীর বিয়ের অনেক অসম ও চাঞ্চল্যকর বিয়ের ঘটনা আমাদের জানা থাকলেও পুরুষের সাথে পুরুষের বিয়ের ঘটনা দেশবাসী ইতিপুর্বে শুনেছেন কি-না তা আমাদের জানা নেই। তবে এমনই এক অদ্ভুত বিয়ের ঘটনা সম্প্রতি জীবননগর উপজেলার সিমান্ত ইউনিয়নের নতুনপাড়া-সদরপাড়া গ্রামে ঘটেছে মর্মে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছেন। এলাকাবাসী সুত্র জানান, জীবননগর উপজেলার সিমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের রাহেন উদ্দিনের ছেলে টনক(২৩) একই ইউনিয়নের সদরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে হাফিজ ওরফে হাফি(২৫)। তারা দু’জন একই সাথে দীর্ঘদিন ধরে চলাফেরা করে আসছিল। হাফি পুরুষ হলে তার আচার-আচরণ অনেকটাই মেয়েলী স্বভাবের। যে কারণে এলাকাবাসী তাকে হাফি হিজড়া নামেও জানে। সিমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর বলেন,নতুনপাড়ায় আমার বসত বাড়ী। আমাদের গ্রামের রাহেন উদ্দিনের ছেলে টনককে তার পরিবারের সদস্যরা বিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরের দিকে কন্যা পক্ষের লোকজন টনককে দেখতে তাদের বাড়ীতে যান। এ সময় সেখানে গিয়ে হাজির হয় পার্শ্ববর্তী সদরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে হাফি। হাফির দাবী গত দু’বছর আগে তার সাথে টনকের গোপনে বিয়ে হয়েছে। টনক আমার স্বামী। সে বিয়ে করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর থেকে বর পুরুষ টনক গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এদিকে হাফি কথিত বর টনকের বাড়ীতে অবস্থান নিয়েছে। এ অবস্থায় দু’টি পরিবারই এখন বিপাকে পড়েছে। এ ব্যাপারে হাফির দাবী আমাদের গত এক বছর আগে বিয়ে হয়েছে। টনক আমার বিয়ে করা স্বামী। তাকে অন্য জায়গায় বিয়ে দিলে আমি বাঁচবো না। আমি পুরুষ কে বলেছে? আমি একজন নারী। টনক ফিরে না আসা পর্যন্ত আমি কিছু খাবো না। তার জন্য আমার মন খুবই খারাপ। তার সাথে আমাকে একটু আপনারা মোবাইল ফোনে কথা বলিয়ে দেন। সিমান্ত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এমাদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জীবনে বহু অসম বিয়ে দেখেছি। তবে ভাই এমন আজব বিয়ে তো দেখেনি। কথিত কন্যা হাফি বর টনকের জন্য নাছোড় বান্দা। কিন্তু ঘটনাটি জানাজানির এক পর্যায়ে বর টনক পালিয়ে গেছে। এ পরিস্থিতিতে দু’পক্ষের পরিবার বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন।