খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: এক মৃত মহিলার শবদেহ কবর থেকে টেনে বের করে গণধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনায় প্রকাশ, দীর্ঘ রোগভোগের ফলে সম্প্রতি গাজিয়াবাদে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু হয়। ধর্ম অনুযায়ী, তাঁকে সমাধিস্থ করেন পরিবারের লোকজন। মৃতার স্বামীর অভিযোগ, পরের দিন সকালে ‘ফতিহা’-র জন্য তিনি যখন স্ত্রীর সমাধিস্থলে যান, তিনি দেখেন স্ত্রীর কবর উন্মুক্ত হয়ে পড়ে রয়েছে আর সেখানে কোনও শবদেহ নেই। তিনি জানান, পাশের আখের ক্ষেত থেকে তাঁর মৃত স্ত্রীর নগ্ন দেহ উদ্ধার করেন তিনি। এই ঘটনায় গোটা শহরে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় অনেকেই হতচকিত হয়ে পড়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, সমাধি থেকে বের করে শবদেহটিকে টেনে হিঁচড়ে ক্ষেতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর নিথর দেহের ওপর একাধিক দুষ্কৃতী নারকীয় অত্যাচার চালিয়েছে। স্ত্রীর দেহ নিয়ে তন্ত্রমন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মৃতার স্বামী। মৃতদেহকে কেউ ধর্ষণ করতে পারে বলে বিশ্বাসই করতে পারেননি ওই ব্যক্তি। পরীক্ষার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, রিপোর্ট এলে তবেই বোঝা সম্ভব হবে ঠিক কী হয়েছে।