খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ল্যাপটপ ও ট্যাব নিয়ে দেশের সবচেয়ে বড় ল্যাপটপ মেলা শুরু হতে যাচ্ছে আগামী ১২ নভেম্বর। এ বছর শীতকালীন ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আইসিসি)। মেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে এই মেলায় দেশ-বিদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
এবারের মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৫টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টল থাকবে। এতে অংশ নেবে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভোসহ নামীদামী নানা ব্র্যান্ড। এছাড়া এই ল্যাপটপ মেলার সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, আসুস, এইচপি, ডেল ও লেনোভো।
মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকম।
শিগগিরই সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানিয়েছে। মেলা সম্পর্কিত সকল আপডেট ও খবর জানা যাবে মেলা আয়োজকদের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানা থেকে।