Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: ৪-১ গোলে বিধ্বস্ত করে ফ্রেঞ্চ লিগে জয়ের ধারা 23অব্যাহত রাখল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
রবিবার রাতের ম্যাচে প্যারিসের মাঠে পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি সেইন্ট এতিয়েন্নে। ২৩ মিনিটে মার্কো ভেরাত্তির পাসে গোল করেন ডিফেন্ডার লেভিন কারজাওয়া। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় জ্লাতান ইব্রাহিমোভিচের পাসে লিড দ্বিগুন করেন এডিনসন কাভানি। ৬৭ মিনিটে কাভানির অ্যাসিস্টে গোলের খাতায় নাম লেখান ইব্রা। ৭৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তি।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভেরাত্তির পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বদলি হিসেবে নামা লুকাস মৌরা।
পরবর্তী ম্যাচে স্বাগতিক রেনেসের মুখোমুখি হবে পিএসজি। শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ম্যাচটি শুরু হবে।
এ নিয়ে টানা ১১ ম্যাচেই অপরাজিত থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টের ব্যবধানে (২৯) শীর্ষস্থানটাও আরো সুসংহত করলো লরা ব্লার শিষ্যরা।