খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: বলিউডের সুপারস্টাররা শুধু জনপ্রিয়তার বিচারেই নয় ধনসম্পত্তির দিক দিয়েও সেরা। শুধু শাহরুখ খানের সম্পদের পরিমাণ সম্পর্কে জানলে আপনাকে অবশ্যই পরিসংখ্যানবিদের শরণাপন্ন হতে হবে। গত বছর তিনি সারা বিশ্বের ধনী তারকাদের মধ্যে একজন ছিলেন।
শুধু অর্থের দিক দিয়েই নয় দৃশ্যমান সহায় সম্পদের পরিমাণের দিকে তাকালেই এটা বোঝা যায়। মুম্বাইয়ের বান্দ্রাতে অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’ এতটাই বিলাসবহুল যা বহুবারই সংবাদের শিরোনাম হয়েছে। শুধু শাহরুখই নন এ রকম দৃষ্টিনন্দন বিলাস বহুল প্রাসাদের মালিক অনেক বলিউড তারকারাই।
শাহরুখ খান : বলিউডের ধনী তারকার একজন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই তার বাড়িটি যে বিলাসবহুল তাতে কারোর সন্দেহ থাকার কথা নয়। ভারতের বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে একটি কিং খানের বাড়ি। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাড়িটির নাম ‘মান্নাত’। এ তারকার বাড়িতে নিজস্ব জিম এবং সিনেমা হল সহ রয়েছে বিভিন্ন সুব্যবস্থা।
আমির খান : বছরে একটি মাত্র সিনেমা করেন আমির খান। তাই অনেকে হয়তো ভাবছেন আর্থিকভাবে খুব একটা বলার মতো কিছু নেই এ তারকার। তাহলে আপনি অবশ্যই ভুল করছেন। বান্দ্রার কার্টার রোডে আমিরের বাড়িটি দেখলে আপনার ভুল অবশ্যই ভাঙবে। বাড়িটির মূল্য প্রায় ৬০ কোটি রুপি।
জন আব্রাহাম : বলিউড অভিনেতা জন আব্রাহাম। মোটর বাইক নিয়ে এ তারকার শখের কথা সবার জানা। বাড়ির বিষয়েরও বেশ সৌখিন এ তারকা। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত জনের এই বিলাসবহুল বাড়িটি। দোতলা এই বাড়িটি ৫,১০০ বর্গ ফুট জায়গার উপর নির্মিত। জন আব্রাহামের পিতা আব্রাহাম জন একজন উচুমানের আর্কিটেক্ট। তিনিই ডিজাইন করেছেন বাড়িটির। সঙ্গে ছিলেন জনের ভাই অ্যালান।
অমিতাভ বচ্চন : বলিউডের ‘বিগ বি’ খ্যাত তারকা অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বাড়ির নাম ‘জলসা’। এ তারকার বিলাসবহুল এ বাঙলোর মূল্য প্রায় ১১২ কোটি রুপি।
শিল্পা শেট্টি কুন্দ্রা : প্রসিদ্ধ ব্যবসায়ী রাজ কুন্দ্রার স্ত্রী এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি বাড়ি যে বিলাসবহুল হবে সে কথা মোটামুটি সবাই আন্দাজ করতে পারবেন। বিম্বের বিভিন্ন জায়গা থেকে প্রসিদ্ধ সব জিনিস দিয়ে নিজের বাড়ি সাজিয়েছেন শিল্পা। বৃটেনের সারের ওয়েব্রিজ নামক স্থানে অবস্থিত সাতটি শোবার ঘর বিশিষ্ট বিশাল এ বাঙলোর নাম ‘রাজমহল’। বাঙলোটির মূল্য প্রায় ১০০ কোটি রুপি।
সঞ্জয় দত্ত : বলিউড এ অভিনেতার বাড়িটি ২০০০ স্কয়ার ফিট জায়গাজুড়ে অবস্থিত। বিলাসবহুল এ বাড়িটির মূল্য প্রায় সাত কোটি।
ফারহান আখতার : বলিউড তারকা ফারহান আখতারের প্রতিবেশি বলিউড কিং শাহরুখ এবং সুপারস্টার সালমানের মতো তারকা। প্রায় ১০ হাজার স্কয়ার ফুট জায়গা জুড়ে অবস্থিত বাঙলোটির নাম ‘বিপাস্সানা’। ভারতের আকর্ষণীয় বাড়িগুলোর মধ্যে একটি ফারহান আখতারের বাড়ি।