খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ জয়। কিন্তু সেই জয়ের আনন্দ উপভোগ করা হয়নি পাকিস্তানী ক্রিকেটারদের। কেননা, ঠিক সেই দিনই তাদের শুনতে হয়েছে একটি দুঃসংবাদ- শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তান ও আফগানিস্তানে। প্রাণ হারিয়েছেন কয়েক শত মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার।
মিসবাহ-ইউনিস খানদের জয়ের আনন্দ তাই আর উদযাপন করা হয়নি। সবার মতো তারাও শোকাহত। দেশে ফিরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা। পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম জানিয়েছেন, দলের প্রতিটি ক্রিকেটারই এই সংবাদে শোকাহত। দেশে ফিরে তারা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নিবে।
সোমবার দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১৭৮ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তানীরা। একই দিনে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুটি দেশ মিলিয়ে ৩০০ শ’র বেশি মানুষ নিহত ও ২ সহস্রাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য পরিবার।
পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, ‘ভূমিকম্পের এই সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত দেশবাসীর জন্য সমবেদনা অনুভব করছি আমরা। সংবাদটি শোনার পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও কোনো আনন্দ করিনি আমরা। দলের সব খেলোয়াড়ই ত্রাণ কার্যে অংশ নিতে মুখিয়ে রয়েছে।’
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল।