Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের জন্য উইন্ডোজ ১০ আপডেট আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। নভেম্বর মাসেই এক্সবক্স ওয়ান গেইমারদের কাছে পৌঁছে যাবে ওই আপডেট।
দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর ১২ নভেম্বর থেকে নতুন কিছু ফিচারের সঙ্গে এক্সবক্স ওয়ানে যোগ হবে উইন্ডোজ ১০ আপডেট।
নতুন ফিচারগুলোর বদৌলতে কনসোলটি আরও উন্নত, দ্রুত আর কন্ট্রোলারের মাধ্যমে সহজে ব্যবহার উপযোগী হবে। নতুন আপডেটে গেইমিং কনসোলটির ইউজার ইন্টাফেইসের থেকে গতি বাড়ানোর দিকেই বেশি নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সাইটটি।
উইন্ডোজ ১০ যোগ হলেও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা যোগ হচ্ছে না কনসোলটিতে। এজন্য ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে ২০১৬ পর্যন্ত। তবে এক্সবক্স ওয়ান এর প্রিভিউ সদস্যরা বছরের শেষে পরীক্ষামূলকভাবে কর্টানা ব্যবহার করতে পারবে।
আগে কনসোলটিতে এক্সবক্সের আগের সংস্করণের জন্য তৈরি গেইম খেলা যেত না। তবে নতুন আপডেটের পর ব্যবহারকারীরা আগের সংস্করণগুলোর গেইমও খেলতে পারবেন এক্সবক্স ওয়ানে।
ইতোমধ্যেই এক্সবক্স ওয়ানের প্রিভিউ সদস্যরা তাদের কনসোলে উইন্ডোজ ১০ ব্যবহার করতে পারছেন বলে জানিয়েছে দ্য ভার্জ।