খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার রাতে কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা যান তিনি।
সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছে ড. ইউনূস চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।
তবে অন্য একটি সূত্র জানায়, নিউইয়র্কের হাসপাতালে ভর্তি হননি ড. ইউনূস। একটি বাড়িতে রেখে পারিবারিকভাবে তার চিকিৎসা করা হচ্ছে। যদি চিকিৎসক মনে করেন তাহলে আগামী বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হতে পারে।
আগামী ৪ নভেম্বর এই নোবেল বিজয়ীর জার্মানির বার্লিনে ‘সেভেন্থ গ্লোবাল সোশ্যাল বিজনেস ২০১৫’-এর পূর্বনির্ধারিত একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় এ সম্মেলনে তার যোগদানের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে।