Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ফার্স্ট 65সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন।
তিনি ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পরে লন্ডনের লিংকন্স ইন থেকে বার-এ্যট-ল ডিগ্রি অর্জন করেন।
আইনজীবী হিসেবে ১৯৭০ সালে জেলা কোর্টে, ১৯৭৬ সালে হাইকোর্ট ডিভিশনে ও ১৯৮২ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে অন্তর্ভুক্ত হন। ১৯৯৮ সালে তিনি হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি ও ২০০০ সালে নিয়মিত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ২০০৯ সালের ১৬ জুলাই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ৩০ সেপ্টেম্বর ২০১০ সালে বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
তার পূর্বে ২০১০ সালের ২৫ মার্চ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন। ইতোপূর্বে ২০১৩ সালের ২৪ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।