Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: সম্প্রতি মালয়েশিয়ার লংকাউয়িতে অনুষ্ঠিত একটি 51আন্তর্জাতিক রোবটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম দিশারী’।
এ প্রতিযোগিতার নাম আইইইই-আরএএস ইন্টারন্যাশনাল রোবট প্রাইড কমপিটিশন-২০১৫। তিনজনের এ দলে রয়েছেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. জাকারিয়া হায়দার, ধীমান চৌধুরী এবং মৃন্ময় সরকার।
প্রতিযোগিতাটি আয়োজনের তত্ত্বাবধানে ছিল মালয়েশিয়ার রোবোটিকস অ্যান্ড অটো মোশন সোসাইটি।
প্রতিযোগিতা প্রসঙ্গে জাকারিয়া বলেন, ‘অনলাইনে আবেদনের পর যাচাই-বাছাই শেষে আমরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পাই। প্রতিযোগিতার মূল পর্ব অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায়। এর বিশ্ববিদ্যালয় বিভাগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার ১৬ টি দল অংশ নেয়। সেখানে আমাদের তৈরি রোবট প্রদর্শনের পর বিচারকদের সম্মিলিত সিদ্ধান্তে আমরা স্বর্ণপদক পেয়েছি। সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়।’
রোবট প্রসঙ্গে ধীমানের ভাষ্য, ‘আমাদের তৈরি রোবটটির নাম ‘ম্যাপ-এক্সপ্লোরার’। এটি ধ্বংস¯‘পের নিচে গিয়ে মানুষের অবস্থান নির্ণয়ের চেষ্টা করতে পারে। দূর থেকে রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে; আর রোবটের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি সরাসরি ভেসে উঠবে পর্দায়।’
দিশারীর অন্য সদস্য মৃন্ময় বলেন, ‘প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জেতার অনুভূতি অসাধারণ।’