খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ বিরুদ্ধে গেলে এসব কাজ হবে না। হয়ত এমন দিন আসবে আমাদের নেতাকর্মীদের কাছে আওয়ামী লীগের বড় বড় নেতারা ধরাশায়ি হবেন।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) মিলনায়তনে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘সাঁড়াশি আক্রমণের শিকার বিএনপি নেতৃবৃন্দ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না, এমন বাস্তবতা জেনে বিএনপি নেতাদের উপর তারা চড়াও হয়েছে। প্রথমে ঢাকার সংসদ সদস্য নির্বাচন করা লোকদের ধরে ধরে মামলা দিচ্ছে। ঢকার সাবেক মেয়র খোকাকে দন্ড দিয়েছে। হাবিবুন নবী খান সোহেল, আব্দুল কাইয়ূম’কে মিথ্যা মামলায় জড়ানোর চক্রান্ত চলছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ বিপক্ষে গেলে এসব ষড়যন্ত্র-চক্রান্তে কাজ হবে না। আমাদের এইসব নেতাকর্মী নির্বাচনে দাড়ালে আ.লীগের বড় বড় নেতারাও ধরাশায়ি হবেন। নজরুল ইসলাম দাবি করেন, এখন অনেক লোক সন্দেহ করে, বিএনপি’কে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করা যায়নি বলে এইসব মামলায় জড়িয়ে তাদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করতে চায় সরকার।’
তিনি বলেন, ‘আমরা সব হত্যার বিচার চাই। এমনকি বিএনপি নেতাদের হত্যাকারীদেরও বিচার চাই। তবে এই বিচার সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে হতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমলেন্দু দাস অপু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।