Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: গ্রামীণফোন এসডি এশিয়ার সহযোগিতায় জিপি অ্যাকসেলেরেটর কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
মঙ্গলবার গ্রামীনফোনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গ্রামীণফোন ও এসডি এশিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশে প্রযুক্তি বিষয়ক নতুন উদ্যোক্তাদের জন্য বাজার তৈরিতে কাজ করছে এসডি এশিয়া।
বাংলাদেশে আইসিটি খাতে স্টার্টআপ উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পথচলা শুরু করতে পারে ও তাদের আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারে এ লক্ষেই কাজ করবে জিপি অ্যাকসেলেটর। গ্রামীণফোন ও এসডি এশিয়া সম্ভাবনাময় স্টার্টআপ নির্বাচন করে তাদের সব বিষয়ে পরামর্শ দিবে এবং তাদের ব্যবসাকে গতিশীল করার জন্য আর্থিক সহায়তা দিবে। এক্ষেত্রে, স্টার্টআপের আইডিয়াগুলো প্রযুক্তি ও মোবাইল যোগাযোগ কেন্দ্রিক হবে যার মূল লক্ষ্য থাকবে বাস্তব জীবন কাজে লাগে এমন সমাধান তৈরি করা।
অ্যাকসেলেরেটর প্রোগ্রামটি উদ্যোগ বাণিজ্যায়নের বন্ধুর পথে সঠিক দিক নির্দেশনা দিবে ও সফল হওয়ার দিকে ধাবিত করবে। জিপি অ্যাকসেলেরেটর দেশের স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড, জিপি অ্যাকসেলেরেটরের প্রকল্প পরিচালক ফয়সাল কবির। এসডি এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মুস্তাফিজ খান, সহ-প্রতিষ্ঠাতা ও ফরচুনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফায়াজ তাহের এবং সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি প্রমুখ।