খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গনতন্ত্রপন্থী সংগঠন ‘ফ্রিডম হাউজ’-এর মতে ইন্টারনেট ব্যবহারের একেবারেই স্বাধীনতা নেই চীনের নাগরিকদের। সম্প্রতি ‘ফ্রিডম অন দ্য নেট ২০১৫’ নামের এক বার্ষিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। আর ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারের উপর কড়াকড়ির কারণে ৬৫টি দেশের তালিকার ‘লাস্ট বয়’ চীন।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েব সেন্সরশিপের কারণে তালিকায় চীনের আগে রয়েছে ইরান, কিউবা আর মিয়ানমার। তালিকায় স্থানই পায়নি উত্তর কোরিয়া।
‘ফ্রিডম হাউজ’ প্রতিবেদনেটিতে বলা হয়েছে, ইন্টারনেটের উপর কড়কড়িতে বিদেশী ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতি চীন সরকারের মনোভাব, ডিজিটাল সিকিউরিট প্রটোকল ছোট করে দেখা, ব্যবহারকারীদের অধীকার লঙ্ঘণ এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার।”
অন্যদিকে চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট ব্যবহার নিয়ে নতুন আইন প্রণয়ন করেছেন চীনের কর্মকর্তারা। ওই আইনের অধীনে ইন্টারনেটে ভুয়া তথ্য ছড়ানোর জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে অভিযুক্ত ব্যক্তির।
নভেম্বর মাসের প্রথম রোববার থেকে কার্য্যকর হবে নতুন আইন। এই ধরনের অপরাধের জন্য চীনের আগের আইন অনুযায়ী শাস্তির বিধান কেবল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। সর্বোচ্চ ৮০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হত অভিযুক্তদের।