
চিকিৎসা : চিকিৎসা নির্ভর করে অ্যালার্জির কারণ এবং উপসর্গের তীব্রতার ওপর। যদি সম্ভব হয়, অ্যালার্জিক কনজাংটিভাইটিসের কারণ নির্ণয় এবং দূর করতে পারলে খুব ভালো হয়। যেমন ঘরের ধুলোর জীবাণু দূর করার জন্য ঘরের কার্পেট সরিয়ে ফেলা, বালিশ এবং মাদুর ঢাকা, ৫৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিছানার চাদর ধুয়ে পরিষ্কার। অ্যালার্জিক কনজাংটি-ভাইটিসের উপসর্গ মৃদু থেকে মাঝারি ধরনের হয়ে থাকে। ঠাণ্ডা পানিতে চোখ ধোয়া, চোখে বরফ চেপে রাখা বা ঠাণ্ডা পানিতে কাপড় ভিজিয়ে রেখে চোখ ঢেকে রাখাই এসব উপসর্গ দূর করতে যথেষ্ট। সুতরাং এসব উপসর্গ প্রকাশ হওয়া মাত্র সতর্ক হতে হবে। প্রয়োজনে যেতে হবে চিকিৎসকের কাছে। নিজে থেকে ওষুধ খাওয়া ঠিক নয়। মনে রাখতে হবে প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।
অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
– See more at: http://www.bd-pratidin.com/health-tips/2015/08/08/98609#sthash.YBtsFgxB.dpuf