খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: চলতি বছরের ডিসেম্বর মাসেই আসছে জনপ্রিয় ভিডিও গেইম ‘গ্র্যান্ড থেফট অটো (জিটিএ): স্যান অ্যান্ড্রিয়াস’-এর মোবাইল সংস্করণ। বলে রাখা ভাল, গেইমটি নিষিদ্ধ করার জন্য এক সময় উঠে-পরে লেগেছিলেন খোদ হিলারি ক্লিনটন।
ফক্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জিটিএ নির্মাতা রকস্টারের সবচেয়ে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্যান অ্যান্ড্রিয়াসের মোবাইল সংস্করণ বাজারজাত করার পদক্ষেপকে।
এর আগে ২০০১ সালে মুক্তি পাওয়া গ্র্যান্ড থেফট অটো ৩ এবং ভাইস সিটি উভয়ের মোবাইল সংস্করণ বাজারজাত করে সাফল্য পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার।
জনপ্রিয়তার পাশাপাশি সমালোচিতও হয়েছে গেইমটি। জিটিএ: স্যান অ্যান্ড্রিয়াস নিয়ে সোচ্চার হয়েছিলেন সেসময়ের মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন। গেইমটির উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি করেছিলেন সমালোচকদের অনেকেই।
শেষ পর্যন্ত এই ইসু আদালতে গড়ালেও সাফল্য মেলেনি সমালোচনাকারীদের। গেইমটির পক্ষেই রায় দেয় মার্কিন আদালত।
অন্যদিকে সমালোচকদের তোয়াক্কা করছে না নির্মাতা রকস্টার। মোবাইল সংস্করণ নিয়ে সমালোচকরা আবারও সোচ্চার হবেন এটা অনেকটাই নিশ্চিত হলেও ব্যাপারটি নিয়ে মাথা ঘামাচ্ছে না প্রতিষ্ঠানটি। বরং নতুন করে ডিজাইন করা গ্রাফিক্সের কারণে গেইমারদের কাছ থেকে ইতিবাচক সারা মিলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।