Thu. Sep 18th, 2025
Advertisements
mi..........................................
খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : পূর্বের হত্যাকাণ্ডগুলোর বিচার হলে প্রকাশকদের ওপর এমন হামলা হত না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। কমিশনের কার্যালয়ে রবিবার ইরাকে গিয়ে প্রতারিত হয়ে ফিরে আসা ১৪ জন তাঁদের অভিযোগ জানাতে যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন। আগের ব্লগার হত্যাকাণ্ডগুলোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া যেত, দোষীদের শাস্তি দেওয়া যেত, তাহলে গতকালের (শনিবার) ঘটনা ঘটত না।
বিচার কার্যক্রমে শৈথিল্যের প্রশ্ন তুলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানতে চান, ‘এই শৈথিল্য কেন?—তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে।’ তিনি বলেন, প্রশাসনের মধ্যে ধর্মান্ধ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এদিকে ইরাকফেরত ১৪ জন তাঁদের প্রতারিত হওয়ার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এ বিষয়গুলো নিয়ে তাঁরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।