Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: ছাত্রদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছাত্রদের সোমবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান, সোমবার দুপুরে আধিপত্য বিস্তারের চেষ্টায় ‘ছাত্রদের দুটি পক্ষ’ সংঘর্ষে জড়ায়।
“এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।”
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে।
ঠিক কী কারণে কাদের মধ্যে দুপুরে সংঘর্ষ হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।