খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: নাটোরের একটি লেভেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রংপুর-দিনাজপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার জানান, সোমবার রাত ১টা ২০ মিনিটে স্টেশন থেকে আধা কিলোমিটার দক্ষিণে তেবাড়িয়া ক্রসিংয়ে একটি পণ্যবোঝাই ট্রাক রংপুর এক্সপ্রেসের গতিপথে চলে এলে সংঘর্ষ হয়।
এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে ওই পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নিলে সকাল ৯টা ৫০ মিনিটে রেল চলাচল আবার স্বাভাবিক হয় বলে স্টেশন মাস্টার জানান।
সংঘর্ষে পণ্যবোঝাই ট্রাকটিও দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকের মধ্যে থাকা আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নাটোর ফায়ার সার্ভিসের লাইনম্যান মুজিব হোসেন জানান, দুই ব্যবসায়ী আহত হলেও তাদের আঘাত গুরুতর নয়।