খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: প্রকাশক-লেখক হত্যা ও হামলার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে মিছিল নিয়ে আন্দরকিল্লা, জামালখান ও প্রেসক্লাব ঘুরে চেরাগীতে ফিরে সমাবেশ করে মঞ্চের কর্মীরা।
মিছিলের সময় জামালখান সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে তারা। এছাড়া সড়কের একটি বহুতল ভবনে ঢিল ছোড়া হলে পুলিশ মঞ্চের দুজনকে আটক করে।
কর্মী আটকের প্রতিবাদে এ সময় মিছিলকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে। পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা দুজনকে ছেড়ে দেই।”
সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “মুক্তমনা লেখকদের একের পর এক হত্যা করা হলেও কোনোটির বিচার না হওয়ায় এবার তাদের প্রকাশকদের উপর হামলা শুরু করেছে উগ্র মৌলবাদীরা।”
তিনি বলেন, “এ উগ্র মৌলবাদীদের রুখে দিতে না পারলে মুক্তিযুদ্ধের কোনো অর্জনই এদেশে থাকবে না।”
এসময় অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানান শরীফ চৌহান।
সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সংগঠক ডা. চন্দন দাশ, সুনীল ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
গত শনিবার জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে আধাবেলা এই হরতাল করেছে গণজাগরণ মঞ্চ।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ হরতালে সংহতি জানিয়েছে।