Fri. Sep 19th, 2025
Advertisements

45খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: স্টেজফ্রাইট’ বাগসহ ২৩টি নিরাপত্তা ত্রুটি সমাধান করে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আপডেট এনেছে গুগল। ‘স্টেজফ্রাইট’ বাগটির সাহায্যে হ্যাকাররা ই-মেইল, ছবি বা ভিডিও বার্তা পাঠিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। বিষয়টি জানতে পেরে দ্রুত নিরাপত্তা ত্রুটির সমাধান করেছিল গুগল। কিন্তু অক্টোবরে আবারও অডিও ফাইলের ছদ্মবেশে স্টেজফ্রাইট বাগ ছড়িয়ে পড়ে। আর তাই প্রতি মাসে নিজেদের অপারেটিং সিস্টেমের নিরাপত্তা হালনাগাদ করতে নতুন নিরাপত্তা আপডেট আনল গুগল।
সূত্র: দ্য ভার্জ