Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: ব্যবহারকারীর ‘ফেভারিট’ পোস্ট চিহ্নিত করার রীতিতে বদল আনছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এখন এসব পোস্টে একটি তারা দেওয়া থাকলেও, খুব শিগগিরই এই তারার জায়গায় হৃদয় চিহ্ন বা হার্ট সাইন দেখানো হবে।
সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের ‘লাইক’ বাটনের মতো টুইটার ব্যবহারকারীরা এই হার্ট বাটনে ক্লিক করতে পারবেন।
ইতোমধ্যে বেশিরভাগ অনলাইন ও টুইটার অ্যাপ ব্যবহারকারীই এই পরিবর্তন পাচ্ছেন। সেই সঙ্গে অ্যান্ড্রয়েডের ভাইন আর টুইটডেকেও এই পরিবর্তন আনা হয়েছে। খুব শিগগিরই আইওএসের ভাইন আর ম্যাকের টুইটারের জন্য এ পরিবর্তন কার্যকর করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টুইটার ব্যবহার আরও সহজ, করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘অনেক সময় তারার চিহ্ন বিভ্রান্তিকর, বিশেষত নতুন ব্যবহারকারীদের জন্য’ এমন কারণ উল্লেখ করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আপনি অনেক কিছুই পছন্দ করতে পারেন, কিন্তু সবই আপনার ‘ফেভারিট’ হতে পারে না।”
হার্ট সাইনটি ‘ভাষা, সংস্কৃতি, সময় সব কিছু পেরিয়ে একটি সার্বজনীন প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে টুইটারের প্রতিদ্বন্দী ইন্সটাগ্রাম আর লাইভ-স্ট্রিমিং অ্যাপ পেরিস্কোপে এই হার্ট সাইন প্রধান ফিচার হিসেবে ব্যবহৃত হয়।
পরীক্ষাকালে, হার্ট সাইন ব্যবহারকারীরা পছন্দ করার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার।