খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ভারতে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। এ বিষয়ে এবার প্রশ্নের মুখোমুখি হলেন সালমান খান। আর জবাবও দিলেন নিজের স্বভাবসুলভ চতুরতায়।
নিজের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’র প্রচারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলে বলেন, “আমরা সবাই এখানে পাশাপাশি বসে আছি, আমাদের মধ্যে কোনো পার্থক্য কি দেখা যাচ্ছে? আমার বিশ্বাস, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই মানুষ। আমাদের একে অপরকে ভালোবাসা উচিত ও একসঙ্গে থাকা উচিত।”
সম্প্রতি এ বিষয়ে কথা বলে সমালোচনার শিকার হয়েছেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, “ভারতে এখন ধর্মীয় অসহিষ্ণুতা অনেক বেশি, আর এটা ক্রমাগত বাড়ছে।”
শাহরুখের এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সচিব কৈলাস বিজয়ভারগ্য। তিনি বলেন, ‘শাহরুখ ভারতে, কিন্তু তার আত্মা পাকিস্তানে’। এছাড়া শাহরুখকে ‘পাকিস্তানি গুপ্তচর’ বলেও অভিহিত করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধভি প্রাচি।
সিনেমার প্রচারে এসে গণমাধ্যমের এই প্রশ্নের জবাব দিতে চাননি সালমানও। তিনি বলেন, “এটা এসব আলাপ করার জায়গা নয়। আমরা এখানে সিনেমার প্রচার চালাতে এসেছি। আমার মায়ের নাম সুশিলা চারাক এবং আমার বাবা সেলিম খান। আমি সালমান খান এবং উনি সোনাম কাপুর।”
তবে তার এই কথার মধ্যেই লুকিয়ে ছিল তার জবাব, যা তার ভক্তরা নিজেরাই বুঝে নেবেন।
‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তি পাবে ১২ নভেম্বর।