Wed. Sep 24th, 2025
Advertisements

78খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতের চেন্নাইয়ে এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামোটলজি) বৃহস্পতিবার সকাল সাতটায় তার অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। লামিয়া জানান, অপারেশন শেষে দিতিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। দিতির চিকিৎসার তত্ত্বাবধান করছেন চিকিৎসক পল টি হেংগ্রি। ব্রেন টিউমারে ভুগছেন দিতি। দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার এর জন্য ৩ নভেম্বর দুপুরে দিতিকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে। এর আগে, ওই হাসপাতালেই ২৯ জুলাই তার মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার হয়।