খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ভিজ্যুয়াল ডিসকভারি টুল পিন্টারেস্টের মতোই এবার স্কাইপে যুক্ত হতে যাচ্ছে ‘শেয়ার’ সুবিধা। বিনা মূল্যে অডিও ও ভিডিও কল করার সুবিধাযুক্ত স্কাইপের শেয়ার সুবিধাটি ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা বলে জানিয়েছে স্কাইপ কর্তৃপক্ষ। খুব শিগগিরই ব্যবহারকারীরা শেয়ার সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
স্কাইপ থেকে কোনো কিছু শেয়ার করতে চাইলে শেয়ার বোতামে ক্লিক করলেই স্কাইপ অ্যাকাউন্টে প্রবেশের অনুরোধ জানানো হবে। লগ-ইন করে পছন্দসই সামাজিক যোগাযোগের সাইটে শেয়ার করা যাবে। শেয়ারের আগে বাড়তি তথ্যও যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। আর স্কাইপের নিজস্ব এ শেয়ার সুবিধা নিজের ওয়েবসাইটে চালু করতে চাইলেও পছন্দসই সাইজে কাজটি করা যাবে। এ ছাড়া স্কাইপ এমএসএন ডট কম এবং সিপ্পি ডট কমের মতো সেবাগুলোর সঙ্গেও থাকছে না স্কাইপ। গ্রাহকদের নতুন নতুন সুবিধার মাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে গত কয়েক মাসে নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে স্কাইপ কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহ আগে চ্যাটের ইউআরএল চালু করে স্কাইপ, যেখানে ক্লিক করেই সরাসরি স্কাইপ অ্যাকাউন্ট ছাড়াই যে কেউ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।