Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: নাশকতা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল।
শনিবার দিনগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান (৫২)। এছাড়া আটককৃত নেতাকর্মীদের মধ্যে জয়পুরহাট সদর থানায় জামায়াতের ৬ জন ও শিবিরের ৩ জন, পাঁচবিবি থানায় জামায়াতের ৪ জন ও শিবিরের ৫ জন, ক্ষেতলাল থানায় জামায়াতের ১ জন ও বিএনপির ১ জন এবং কালাই থানায় জামায়াতের ১ জন রয়েছেন।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, জয়পুরহাটের ৫টি থানায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।