Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগের সৃষ্টি, তরুণ, দক্ষ ও মেধাবি গ্রাজুয়েট থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষে বাংলাদেশের প্রথম জব সাইট ‘জবস বিডি ডট কম’ ও রিটায়ার্ড আর্মস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর যৌথ উদ্যোগে আগামী ১৪ ও ১৫ নভেম্বর প্রথম বারের মত আয়োজন করছে ক্যারিয়ার ফেস্ট-২০১৫।
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টার (সিডিসি)।
অনুষ্ঠান বিষয়ে বলতে গিয়ে রাওয়া’র চেয়ারম্যান মেজর এম তানিম হোসেন বলেন, দেশের সকল সেক্টরে চাকরির অবসরের বয়সসীমা ৬২ হলেও সামরিক বাহিনীর অফিসারদের ৪৫ থেকে ৫০ এর মধ্যে অবসর নিতে হয়। এসব অবসরপ্রাপ্ত অফিসারদের কর্মমুখি করতে জবস বিডির সাথে রাওয়া’র এই উদ্যোগ।
‘জবস বিডি ডট কম’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন বলেন, এই ফেস্টের মাধ্যমে চাকুরি প্রত্যাশী, চাকুরিদাতা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হবে। এর ফলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা উপযুক্ত চাকুরি সন্ধান করে নিতে পারবে, নতুন প্রজন্ম তাদের স্বপ্নের চাকুরি খুঁজে পাবে আর চাকুরি দাতারা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে পারবে।
আয়োজকরা আশা করছেন, এ মেলায় প্রায় ৫ হাজার অফিসার, ৫০ হাজার গ্রাজুয়েট, ২০টিরও বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১শ’ এরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিবে। এর ফলে চাকরি প্রার্থীদের উত্তম সুযোগ সৃষ্টি করবে এবং চাকরিদাতারা উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবে।