Thu. Sep 18th, 2025
Advertisements

47খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: নাশকতার অভিযোগে ১৭টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানের মুক্তিতে আর বাধা নেই।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মান্নানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।
রোববার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নাশকতার ২ মামলায় মান্নানকে জামিন দেয়। সেই সঙ্গে এ নেতার বিরুদ্ধে পুর্বেই আরো ১৫ মামলায় জামিন হওয়ায় তার মুক্ততি বাধা আর বাধাই রইলো না।
আজ নাশকতার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় দায়ের করা দু’টি মামলায় তাকে জামিন দেয় উচ্চ আদালত।
সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আবদুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। মামলায় অভিযুক্ত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন স্থানীয় সরাকার মন্ত্রণালয়।
মান্নানের পক্ষে আজ আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন হওয়ায় কারাগার থেকে মুক্ত হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।