Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ‘প্রিভ’-ই কি হবে ব্ল্যাকবেরি নির্মিত শেষ ফোন? শুক্রবার বাজারে এসেছে প্রতিষ্ঠানটির নতুন এই স্মার্টফোনটি। কিন্তু স্মার্টফোনের বাজারে সুবিধাজনক অবস্থানে নেই প্রতিষ্ঠানটি। আর তাই ব্ল্যাকবেরির ভবিষ্যত নিয়ে বার বার উঠছে এমন প্রশ্ন।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, বর্তমানে ব্ল্যাকবেরির শেয়ার দর কমে ২৫ শতাংশে এসে ঠেকেছে।
অ্যাপ ও টাচস্ক্রিন স্রোতের বিপরীতে যাওয়ায়, বিগত কয়েক বছরে ব্ল্যাকবেরিকে ব্যবসায়িক দিক থেকে বড় রকমের ধাক্কা খেতে হয়েছে। গেল পাঁচ বছরে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে প্রায় ৯০ শতাংশ।
এমন অবস্থানে থেকে নতুন ফোন বাজারে লঞ্চ করা অনেকটাই কঠিন। নিজ অবস্থা পরিবর্তনে ব্ল্যাকবেরির দরকার ছিল সম্পূর্ণ নতুন ধারার হাতিয়ার যা প্রতিষ্ঠানটির মোড় ঘুড়িয়ে দিতে পারবে। আর তাই ব্ল্যাকবেরি বাজারে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন প্রিভ—জানিয়েছে সিএনএন।
প্রিভে কিবোর্ড এবং টাচ স্ক্রিন উভয় ফিচারই রাখা হয়েছে। অন্যদিকে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হওয়াতে গ্রাহকরা অ্যাপ স্টোরের সুবিধাও পাবেন। কিন্তু অক্টোবরে বিভিন্ন সাক্ষাৎকারে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিবছর ৫০ লাখ ফোন বিক্রি না হলে প্রতিষ্ঠানটি ফোন তৈরির ব্যবসা থেকে সড়ে আসবে।
বছরে ৫০ লাখ ফোন বিক্রি হলে, যে মুনাফা আসবে তা প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার ব্যবসাকে আবারও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে মনে করেন চেন। সে হিসেবে, ব্ল্যাকবেরির নতুন ফোন প্রিভকে বাজারে বেশ ভালো ব্যবসা করতে হবে।
এ বছরের প্রথম প্রান্তিকে ১৩ লাখ ও দ্বিতীয় প্রান্তিকে ৮ লাখ স্মার্টফোন বিক্রি করেছে ব্ল্যাকবেরি। তার মানে চেন যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূর্ণ করতে পরবর্তী দুই প্রান্তিকের মধ্যে ২৯ লাখ প্রিভ ফোন বিক্রি হতে হবে। না হলে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ব্যবসা ছেড়ে দেওয়ার আশঙ্কা থেকেই যায়।
প্রিভ বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় বিক্রি হচ্ছে। শীঘ্রই হংকং, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং জার্মানির বাজারেও ফোনটি লঞ্চ করা হবে বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি।