খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় আসমা কিবরিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা কিবরিয়ার (৭৮) মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচারের মাধ্যমে আসমার টিউমার অপসারণ করা হয়েছিল।
আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার এক শোকবাণীতে বলেন, আসমা কিবরিয়া ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী এবং একজন প্রতিভাবান চিত্রশিল্পী। তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী চিত্রশিল্পীকে হারাল।
স্পিকার তার শোকবাণীতে আসমা কিবরিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম. ফিরোজও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।