খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: যুবলীগ চেয়ারম্যান মোহম্মদ ওমর ফারুক চৌধুরী বিদেশে অবস্থান করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আতাউর রহমান। সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।
যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান।
তিনি জানান, গতকাল ব্যক্তিগত কাজে দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী মালয়েশিয়া গেছেন। আগামী ১১ নভেম্বর যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সেখানেই করবের তিনি।
মোহাম্মদ আতাউর রহমান ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি বাংলাদেম আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আতাউর রহমান।