Tue. Sep 16th, 2025
Advertisements

47খোলা বাজার২৪ ॥সোমবার, ৯ নভেম্বর ২০১৫: বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল স্থাপন করবে সংযুক্ত আরব আমিরাত। চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে হাসপাতালটি নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।
সোমবার বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আল শেহি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাত করতে এসে এ তথ্য জানান।
রাষ্ট্রদূতের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশ ও আরব আমিরাত সরকার যৌথভাবে এই হাসপাতাল পরিচালনা করবে। ইতোমধ্যে আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল এসে রাঙ্গুনিয়াতে স্থান পরিদর্শন করে গেছে। হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।
স্বাস্থ্যমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে চট্টগ্রামে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে অভিহিত করেন।
মন্ত্রী এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ওষুধ রফতানির কথা তুলে ধরে আরব আমিরাতেও বাংলাদেশ থেকে ওষুধ রফতানির সুযোগ সৃষ্টির জন্য আহ্বান জানান।
প্রসঙ্গত, আরব আমিরাতের গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে বাংলাদেশের গাজীপুরে একটি ওষুধশিল্প প্রতিষ্ঠান কাজ করছে, যেখানে প্রায় ৩০ রকম ওষুধ উৎপাদন হয়।