Mon. Sep 15th, 2025
Advertisements

72খোলা বাজার২৪ ॥ বুধবার, ১১ নভেম্বর ২০১৫: বিনা প্যান্টে নারী বুঝা যাবে না তাড়াতাড়ি’ শিরোনামটি দেখে হয়তো অনেকে ভড়কে গেছেন। বিনা প্যান্টে ঘুরলে তা আবার কেন বুঝা যাবে না; এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে।
তাদের জন্য বলছি হংকংয়ে সোনদ্রা বাকার নামে এক নারী মডেল শুধু একটি টি-শার্ট পরে জনসম্মুখে বের হয়েছেন! মানে অর্ধ নগ্ন হয়ে জনসম্মুখে বের হয়েছেন। কোমর থেকে পা পর্যন্ত তিনি কিছুই পরিধান করেননি। কিন্তু তা সত্ত্বেও সে অর্ধনগ্ন কিনা তা সহজেই বুঝা যাবে না। কারণ কোন প্যান্ট না পরলেও সে কোমর থেকে পা পর্যন্ত প্যান্ট সদৃশ তার শরীরে পেইন্ট (চিত্র অঙ্কন) করেছেন।
তিনি এমনভাবে কোমরের নিচের অংশ চিত্র অঙ্কন করেছেন; দেখলে মনে হবে সে জিন্স প্যান্টই পরে আছে। জিন্সের মতো সে সামনে ও পেছনে পকেটও অঙ্কন করেছে। বাস্তবে কিছুই পরেনি সে।
এদিকে ওই নারীর এসব কর্মের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে সে শপিংমলে শুধু টি-শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। টি-শার্টের পেছনে লেখা ‘নো প্যান্টস আর দ্য বেস্ট প্যান্ট’।
ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ২ লক্ষ ৮৬ হাজার লোক ইউটিউবে ভিডিওটি দেখেছে।
প্রসঙ্গত, কোন প্যান্ট না পরলেও অধিকাংশ পথচারীই সোনদ্রা বাকারের এই অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ানোর চিত্র বুঝতে পারেনি।