Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি । আমরা কখনও জঙ্গিবাদকে সমর্থন করিনা, যারা জঙ্গিবাদকে সমর্থন করে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
বুধবার জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য মমতাজ বেগমের তারকা চিহ্নত প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দু‘টি বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। যার প্রথমটিই ছিল সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমন। আমাদের সরকার সবসময়ই সব ধরনের সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী তৃণমূল থেকে ধাপে ধাপে রাজনীতি করে এই পর্যায়ে এসেছেন। ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন এরপর আওয়ামী লীগ করেছেন। তিন তিন বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরকম একজন ত্যাগী মানুষকে আমি মন্ত্রী করেছিলাম। আমি তাকে ভালভাবেই চিনি। অনেকেই তার কিছু আচরণে বিরক্ত প্রকাশ করেছেন। তাকে মন্ত্রী সভায় রাখা যায় কি না তাও ভেবে দেখতে বলেছিলেন। আমি তাকে বাদ দেয়নি। কারণ তার ওপর আমার আস্থা ছিল।
শেখ হাসিনা বলেন, আমাকে নিয়ে টিপ্পনী করায় মহসিন আলী সাংবাদিকের ওপর চটেছিলেন।
দশম জাতীয় সংসদের সদস্য মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সাদা মনের মানুষ বলে আখ্যায়িত করে সংসদ নেতা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মহসিন আলী গর্বিত ছিলেন। আমি দেখেছি তার মুখ দিয়ে তিনি কখনো কোন কটুকথা বের হতো না। অথচ তার একটি কথায় সাংবাদিকরা রেগে গেলেন কিন্তু যে সাংবাদিকের ওপর তিনি রেগে গেলেন সেই সাংবাদিক কি বলেছিলেন তা হয়তো কেউ জানেন না।
প্রধানমন্ত্রী বলেন, ওই সময় যে সাংবাদিকে ওপর উনি রেগেছিলেন সেই সাংবাদিক তার পাশে গিয়ে আমাকে নিয়ে টিপ্পনী কেটেছিল বলেই তিনি সহ্য করতে পারেন নি। তার কথাটিই শুধু সবাই শুনলেন কিন্তু তাকে যে এই মন্তব্য করলেন তার কথা হয় তো কেউ জানেন না।
প্রধানমন্ত্রী বলেন, তিনি অসম্ভব রকমের সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। সমসাময়িক ইংরেজী গান গুলো তিনি সংগ্রহ করতেন। মহসিন আলী রেডিওর নিয়মিত শিল্পী ছিলেন। এই সংসদে তিনি গান গাইছেন। আমি আমার চেম্বারে বসে শুনেছি। মুক্তিযুদ্ধে গেছেন আহত হয়েছেন।
তিনি দু’হাতে যা উপার্যন করেছিলেন তা মানুষকে দু’হাত ভরে দান করেছেন। সে স্থানীয় বেসকিছু সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত ছিলেন।