খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে একই পরিবারের বাবা, মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। এ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
আহতরা হলেন- আলমগীর হোসেন (৬০), তার স্ত্রী হোসনে আরা (৫০) ও মেয়ে শরিমিন আক্তার (২২)।
জানসা গেছে, ওয়ারী এলাকায় ৪ নম্বর দুদুনাথ বসাক লেনের দোতালায় ভাড়া থাকতেন আহতরা। বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টার দিকে এ দূর্ঘটানা ঘটে।
আলমগীর হোসেনের শেলক আব্দুস সাত্তার বলেন, ‘রাত ১২টার দিকে আলমগীর হোসেন রান্ন ঘরে পানি গরম করতে যান। চুলা জ্বালানোর সময় আলমগীরের শরীরে আগুন ধরে যায়। এদিকে শবেড রুম রান্না ঘনেরর পাশেই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। ফলে মা ও মেয়ে দুজনই দগ্ধ হন। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস বলেন, ‘সবার শরীরের অনেকাংশ পুরে গেছে। এর মধ্যে আলমগীরের আবস্থা বেশি আশংকাজনক।