খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: রংপুরের কাউনিয়ার আলুটারিতে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। গ্রেপ্তারদের নামপরিচয় জানা যায়নি।
গত ৩ অক্টোবর হোসি কোনিও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার রহস্য শীঘ্রই উদঘাটন হবে বলে সরকারের পদস্থ অনেক কর্মকর্তা আশার বাণী দিলেও এখনো আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য বের হয়নি।