Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আর জোট নয়, চারদল থেকে ১৪ দল সব দলই দেখেছি, কেউ আমার দিকে ফিরে তাকায়নি। বিএনপি-আওয়ামী লীগ কারও কাছ থেকেই কিছু পাইনি। তাই দলকে সুসংগঠিত করে আগামীতে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি।
কুমিল্লার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ১১টা ২৫ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছার পর দুপুর ১টা ৯ মিনিট থেকে ১টা ৪৩ মিনিট পর্যন্ত বক্তব্য রাখেন।
এ সময় সাবেক এই রাষ্ট্রপতি বলেন, জোটগতভাবে নির্বাচন করার জন্য শর্ত সাপেক্ষে বিএনপি’র ডাকে সারা দেওয়ার পর বিএনপি’র যুবরাজ আমাকে তার হাওয়া ভবনে ডেকে নিয়ে নামমাত্র শর্তে স্বাক্ষর নেন। আমার সহযোগিতায় ক্ষমতায় যাওয়ার পর আর কোনো খবর নেননি। একইভাবে রাজধানীর পল্টন ময়দানে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলে যুক্ত হলাম। তারাও একই কৌশলে আমাকে হতাশ করেছে। এবার সিদ্ধান্ত নিয়েছি, আর জোট নয়, ৩শ’ আসনে প্রার্থী প্রস্তুত করে আগামী নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি।
বিএনপিকে একাধিকবার সংলাপের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা সংলাপে সাড়া দেয়নি। এখন তারা সংলাপের নামে ভিক্ষা চাচ্ছে। তাদের আর ভিক্ষা দেওয়া হবে না। তাদের সঙ্গে আমার কোনোদিন সংলাপ হবে না।-বলেন এরশাদ।
জনগণকে জাতীয় পার্টিতে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি কোনো দল নয়, জাতীয় পার্টি একটি পরিবার। আর এই পরিবারের প্রধান আমি। যে পরিবারে আছে শান্তি।
তিনি আরো বলেন, ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি। দেশ রক্ষায় ক্ষমতার হাল ধরি। ১৯৮৪ সালে আমি ক্ষমতা ছাড়ার প্রস্তুতি নিয়ে দেশের সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচন করার আহ্বান জানাই। কিন্তু কোনো রাজনৈতিক দল আমার ডাকে সাড়া দেয়নি। পরে বাধ্য হয়ে গ্রাম বাঁচলে, বাঁচবে দেশ- এই স্লোগানে দেশের আপামর জনগণের সমর্থন নিয়ে জাতীয় পার্টি গঠন করি। তারপর থেকে রাজনৈতিক রোষাণলে আমার জীবন কাটে কারাগারে। আমার প্রথম শ্রেণীতে পড়–য়া ছেলের জীবন স্কুল থেকে শুরু না হয়ে কারাগার থেকে শুরু হয়। ধ্বংস হয় তার ভবিষ্যৎ জীবন।
এখন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। মানুষ ঘর থেকে বের হতে সাহস পায় না। দেশের মানুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই। অহরহ ঘটছে খুন-গুম। কিন্তু আমার শাসন আমলে আমি মানুষ মারিনি। তারপরও আমার জীবন কেটেছে কারাগারে। ক্ষোভ ঝেড়ে বলেন সাবেক এই রাষ্ট্রপতি।
বর্তমান সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, দেশের মানুষ নিরাপদে নেই। দেশের মানুষ মরে গেলেও এখন বিচার চায় না। দেশে আইনের শাসন নেই।
বর্তমান সরকারকে আমলাতান্ত্রিক সরকার উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। আমলাতান্ত্রিকভাবে চলছে দেশ। সুদূরপ্রসারী চিন্তা করে উপজেলা পরিষদ গঠন করেছিলাম। কিন্তু বর্তমান সরকারের আমলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কোনো ক্ষমতাই নেই।
এরশাদ আরো বলেন, আমার নেতৃত্বাধীন জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশ গণতন্ত্র ফিরে পাবে। আইনের শাসন পূনরুদ্ধার হবে ও নির্বাচিত সরকার থেকে শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা স্ব-স্ব ক্ষমতা ফিরে পাবে।
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সাল চিশ্তি, জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপি, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া এমপি প্রমুখ।
পরে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনকে আবারও সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হোসেন ভূঁইয়া এমপিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-এক এর ডাকবাংলোতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন এরশাদ।