খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: প্যারিসে সংঘটিত একাধিক সন্ত্রাসী হামলার মধ্যে সবচেয়ে বড়টি ঘটে বাটাক্লঁ কনসার্ট হলে যেখানে পারফর্ম করছিল মার্কিন ব্যান্ড ঈগলস অফ ডেথ মেটাল। প্রায় শত মানুষের প্রাণ নেয়া ঐ হামলায় অক্ষত রয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
কনসার্টে শুরুতে পারফর্ম করা ফরাসি ব্যান্ড রেড লেমনস ফেইসবুকে সবাই নিরাপদ আছে সে কথা জানিয়ে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, “আমাদের মার্কিন ও ব্রিটিশ বন্ধুদের জানাচ্ছি, ঈগলস অফ ডেথ মেটালস কনসার্টে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা (ব্যান্ড দলের সদস্যরা) নিরাপদ আছি। মাইকেল রস, এরিক ম্যাকফ্যাডেন – আমরা তোমাদের বন্ধু জেসি, টিউসডে, অন্য সঙ্গীতশিল্পীদের সঙ্গে বাইরে আছি। তারাও নিরাপদ আছে। তারা ক্যাবে করে চলে যায়।”
এদিকে ঈগলস অফ ডেথ মেটালের ড্রাম বাদক জুলিয়ান ডোরিওর স্ত্রী ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ব্যান্ড সদস্যরা নিরাপদ আছেন।
তিনি বলেন, “আমরা উৎকণ্ঠায় আছি এবং সবার জন্য প্রার্থনা করছি। জুলিয়ান ফোন করে বলেছে, ও আমাকে ভালোবাসে এবং ও ভালো আছে। মঞ্চে যারা ছিলেন, তারা সবাই নিরাপদে সরে যেতে পেরেছেন।”
এদিকে ব্যান্ডটির তরফ থেকে ফেইসবুকে একটি বিবৃতি দেয়া হয়, যেখানে বলা হয়, “আমরা এখনও আমাদের ব্যান্ডের সব কলাকুশলীর নিরাপত্তা এবং অবস্থান নির্ণয় করার চেষ্টা করছি। এই করুণ পরিস্থিতির শিকার যারা হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।”
যখন হামলা শুরু হয়, তখন ব্যান্ড দলটি তাদের পারফর্ম্যান্সের ইতি টানছিলো।
এদিকে এই মর্মান্তিক হামলার পর নিজেদের আসন্ন কনসার্ট বাতিল করেছে আইরিশ রক ব্যান্ড ইউটু। ১৪ নভেম্বর প্যারিসে কনসার্ট করার কথা ছিল ব্যান্ডটির।